• Friday, January 24, 2025

রাজশাহীর তানোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জম্মদিন পালন

  • Sep 28, 2018

Share With

রাজশাহীর তানোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জম্মদিন পালন করা হয়েছে।বৃহস্পতিবার (২৭ সেপ্টম্বর) সকালে তানোর উপজেলা ছাত্রলীগের উদ্যেগে তানোর উপজেলা পরিষদের হলরুমে কেক কেটে জন্মদিন পালন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সাংসদ ওমর ফারুক চৌধুরী।

বাংলাদেশ ছাত্রলীগ তানোর উপজেলা শাখার সভাপতি সনজীব কুমার সানির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্যদেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌ. মো. গোলাম রাব্বী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বন্দনা রানী, উপজেলা যুবলীগের সভাপতি ও ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সারুয়ার হোসেন শাওণ প্রমুখ।

এর আগে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে উপজেলা পরিষদ চত্বরে আনন্দ মিছিল করেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।এছাড়াও শেখ হাসিনার জম্মদিন উপলক্ষ্যে তানোর উপজেলা যুবলীগের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।