রাজশাহীর তানোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জম্মদিন পালন
- Sep 28, 2018
রাজশাহীর তানোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জম্মদিন পালন করা হয়েছে।বৃহস্পতিবার (২৭ সেপ্টম্বর) সকালে তানোর উপজেলা ছাত্রলীগের উদ্যেগে তানোর উপজেলা পরিষদের হলরুমে কেক কেটে জন্মদিন পালন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সাংসদ ওমর ফারুক চৌধুরী।
বাংলাদেশ ছাত্রলীগ তানোর উপজেলা শাখার সভাপতি সনজীব কুমার সানির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্যদেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌ. মো. গোলাম রাব্বী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বন্দনা রানী, উপজেলা যুবলীগের সভাপতি ও ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সারুয়ার হোসেন শাওণ প্রমুখ।
এর আগে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে উপজেলা পরিষদ চত্বরে আনন্দ মিছিল করেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।এছাড়াও শেখ হাসিনার জম্মদিন উপলক্ষ্যে তানোর উপজেলা যুবলীগের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।