• Friday, January 24, 2025

রাজশাহীর পুঠিয়ায় র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

  • Aug 01, 2018

Share With

রাজশাহীর পুঠিয়ায় র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে পুঠিয়ার তাড়াশে এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাব জানায়, পুঠিয়ার তালাশ এলাকায় র‌্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল টহল দিচ্ছিল। এসময় ওই গ্রামের ফাঁকা জায়গায় কিছু মাদক ব্যবসায়ী র‌্যাবের টহল দেখে পালানোর চেষ্টা করে। র‌্যাব তাদের আত্মসমার্পনের আহ্বান জানায়। কিন্তু তারা আত্মসমার্পন না করে র‌্যাবের উপর গুলিবর্ষণ শুরু করে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।  পরে র‌্যাব ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। জরুরী বিভাগে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে বিদেশী পিস্তল, গুলি, ম্যাগজিন, গুলির খোসাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। তবে নিহত মাদক ব্যবসায়ীর নাম পরিচয় জানাতে পারেনি র‌্যাব।