• Saturday, December 21, 2024

রাজশাহীর ফলাফলে টানা ৪ বছর শীর্ষস্থান ধরে রেখেছেন ছাত্রীরা

  • Oct 16, 2024

Share With

এইচএসসি ফলাফলে টানা চার বছর ধরে শীর্ষ অবস্থান ধরে রেখেছেন রাজশাহী শিক্ষাবোর্ডের ছাত্রীরা। পাস আর জিপিএ-৫ প্রাপ্তিতে ৪ বছর ধরে রাজশাহী শিক্ষাবোর্ডে সেরা তারা। ভালো ফলের কৃতিত্বের বিষয়ে শিক্ষকরা বলছেন, এখনকার ছাত্রীরা অনেক মেধাবী। ছাত্রীরা অলস সময় কাটায় না। কলেজের ক্লাসের বাইরে তারা বাসা বা কোচিংয়ে পড়াশোনায় মনোযোগী।

রাজশাহী শিক্ষাবোর্ডের ২০২১ থেকে ২০২৪ সালে এইচএইসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণে এমন তথ্য ওঠে এসেছে। ফলাফলে দেখা গেছে, একেক বছর একেক জেলা এইচএসসির ফলে সেরা হয়েছে। কিন্তু বিগত ৪ বছর ধরে নিজেদের সেরাটা ধরে রেখেছেন ছাত্রীরা।

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, এবছর এইচএসসি পরীক্ষায় অংশ নেন ৭১ হাজার ৮১৭ জন ছাত্র। তাদের পাশের হার ৭৬ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন ১০ হাজার ৩০৫ জন ছাত্র। গত বছর ২০২৩ সালে ৭৩ হাজার ২২৩ জন ছাত্র পরীক্ষায় অংশ নেন। ছাত্রের পাশের হার ৭৩ দমমিক ৫৫ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিলেন ৫ হাজার ৪৪৫ জন ছাত্র। ২০২২ সালে ৬৬ হাজার ৯৩৪ জন ছাত্র পরীক্ষায় অংশ নেন। ছাত্রদের পাশের হার ছিল ৭৭ দশমিক ৭৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৮৯৮ জন ছাত্র। এছাড়া ২০২১ সালে ৭৭ হাজার ৭২৯ জন ছাত্র এইচএসসি পরীক্ষায় অংশ নেন। সেবছর পাশের হার ছিল ৯৬ দশমিক ৫১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ১৪ হাজার ৪০০ জন।

অপরদিকে, চলতি বছরের পরীক্ষায় শিক্ষাবোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন ৬৫ হাজার ৩৬৭ জন ছাত্রী। তাদের পাশের হার ৮৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ৫৯৭ জন ছাত্রী। গত বছর ২০২৩ সালে পরীক্ষায় অংশ নেন ৬৫ হাজার ১৬৭ জন। পাশের হার ৮৩ দশমিক ৯৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ৮১৩ জন ছাত্রী। ২০২২ সালে ৫৯ হাজার ৭৫৭ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেন। তাদের পাশের হার ৮৫ দশমিক ৮৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ১১ হাজার ৯৫৭ জন। এছাড়া ২০২১ সালে ৬৯ হাজার ৭৫৫ জন ছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। পাশের হার ৯৮ দশমিক ৫১ শতাংশ। সে বছর জিপিএ-৫ পেয়েছিলেন ১৮ হাজার ৪০০ জন ছাত্রী।