নওগাঁর রাণীনগর থেকে বিদেশী পিস্তল ও গুলিসহ একজন গ্রেফতার
- Sep 20, 2018
নওগাঁর রাণীনগর থেকে একটি বিদেশী পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ আসিফ উল ইসলাম ওরফে পলক (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার রাতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকষ দল বিশেষ অভিযান চালিয়ে রাণীনগর উপজেলা সদর ইউয়িনের লোহাচুড়িয়া গ্রামের সাদেক আলীর বাড়ী থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসিফ উল ইসলাম ওরফে পলক রাণীনগর উপজেলার বড়বরিয়া গ্রামের আক্তারুল ইসলাম ওরফে বাবলুর ছেলে।
পুলিশ জানায়, নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে রাণীনগর উপজেলা সদরের লোহাচুড়িয়া গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের সাদেক আলীর বাড়ী তল্লাশী করে তার জামাই আসিফ উল ইসলাম ওরফে পলককে গ্রেফতার করে। এসময় তার বিছানার বালিশের নিচ থেকে একটি বিদেশী পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।
এঘটনায় বুধবার রাণীনগর থানায় পলকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার সকালে পলকে জেল হাজতে পাঠিয়েছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।