রাজশাহী কলেজে নজরুল সেমিনার অনুষ্ঠিত
- Nov 27, 2024
‘কাজী নজরুল চিরন্তন জাগরণের, চির সংগ্রামের কবি’ অঙ্গীকারকে ধারণ করে রাজশাহী কলেজে নজরুল সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) দুপুর ২টায় কলেজের কামরুজ্জামান ভবনের ১০১ নাম্বার কক্ষে বিসিএস প্রিপারেশন ক্লাবের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বিসিএস প্রিপারেশন ক্লাবের উপদেষ্টা ও পরিসংখ্যান বিভাগের প্রভাষক মো. পারভেজ রানার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মু. যহুর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো: ইব্রাহিম আলী।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. জুয়েল কিবরিয়া। এ সময় তিনি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক মু. যহুর আলী বলেন, “কাজী নজরুল ইসলাম সর্বদা তার বিদ্রোহী লেখার মাধ্যমে অন্যায়ের বিপক্ষে প্রতিবাদ ও সবার মধ্যে দেশপ্রেম জাগ্রত করে গেছেন। তার অন্যায়ের বিপক্ষে বিদ্রোহী মনোভাব থেকে শিক্ষা নিয়ে আমাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে হবে এবং দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে।”
এদিকে অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও বিসিএস ক্লাবের উদ্যোগে আয়োজিত মাসিক প্রতিয়োগিতামূলক পরীক্ষায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। শেষে নজরুল কীর্তি পরিবেশ করা হয়।