• Saturday, December 21, 2024

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবগঞ্জ উপজেলা সমিতির কমিটি গঠন

  • Oct 07, 2018

Share With

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালিদ হোসেনের সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাবি সহ-সভাপতি জসিম উদ্দিনসহ সমিতির শতাধিক সদস্য।

রাবির সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের সেমিনার রুমে এই নতুন কমিটি ঘোষণা করেন পপুলেশন সাইন্স বিভাগের সহকারী অধ্যাপক আহমেদ জহিরুল ইসলাম। ২১ সদস্য বিশিষ্ট কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র আব্দুল করিম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন আরবি বিভাগের ছাত্র শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুরের আব্দুল আলিম।