• Friday, January 24, 2025

রাজশাহী বেতার ভবনে মতবিনিময় সভা

  • Oct 02, 2018

Share With

স্টাফ রিপোর্টার : রাজশাহী বেতার ভবনে আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রাজশাহীর আয়োজনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাজশাহী বেতার ভবনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, রাজশাহী বেতারের উপ-বার্তা নিয়ন্ত্রক মোসা. উম্মে কুলসুম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক হোসনে আরা তালুকদার। চাঁপাইনবাবগঞ্জ বেতারের প্রতিনিধি ও চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলকসহ বিভিন্ন জেলার গণমাধ্যমকর্মী সভায় উপস্থিত ছিলেন। সভায় বেতারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা।