রাজশাহী মহানগর এলাকার সকল অটোরিক্সার ডান পাশ বন্ধ রাখার সিদ্ধান্ত
- Oct 31, 2018
রাজশাহী মহানগর এলাকার ট্রাফিক ব্যবস্থাপনা আরো বেশি সুশৃঙ্খল করতে ও সড়ক দুর্ঘটনা এড়াতে আরএমপির সুযোগ্য পুলিশ কমিশনার জনাব এ কে এম হাফিজ আক্তার বিপিএম স্যারের দিকনির্দেশনায় আরএমপির ট্রাফিক বিভাগের উদ্যোগে রাজশাহী মহানগর এলাকার সকল অটোরিক্সার ডান পাশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অটোরিকশার ডান পাশ দিয়ে যাত্রী ওঠানামা করতে গিয়ে সম্প্রতি সময়ে বেশ কিছু দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এ কারনে ডানপাশ দিয়ে যাত্রী ওঠানামা বন্ধ হলে দুর্ঘটনা কমে আসবে। এ বিষয়ে লিফলেট বিতরন ও মাইকিং করা হচ্ছে। আগামী ৭/১১/২০১৮ এর মধ্যে অটোরিকশার ডান পাশ বন্ধ না করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোঃ ইফতে খায়ের আলম, স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার, আরএমপি