• Friday, January 24, 2025

রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে তরুণীর মৃত্যু

  • Sep 22, 2024

Share With

শনিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে রামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ওই রোগীর মৃত্যু হয়।

ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীর নাম শাকিলা (২০)। তার বাড়ি রাজশাহীর বাগমারা এলাকায়।
 
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ১৬ সেপ্টেম্বর ডেঙ্গুজ্বরসহ নানা উপসর্গ নিয়ে বাগমারা থেকে রাজশাহী মেডিকেলে আসেন শাকিলা। এ সময় শারীরিক অবস্থা জটিল হওয়ায় চিকিৎসক ভর্তি হওয়ার পরামর্শ দেন। পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। এরপর শনিবার দিবাগত রাতে মারা যান শাকিলা।
 
হাসপাতালের মুখপাত্র  ডা. শংকর বিশ্বাস জানান, শাকিলা ভর্তি হওয়ার পর থেকে হাসপাতালের পক্ষ থেকে সব ধরনের চিকিৎসা সেবা দেয়া হয়েছে। কিন্তু তার উপসর্গগুলো জটিল হওয়ার কারণে বাঁচানো সম্ভব হয়নি।

তিনি আরও জানান, প্রায় প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত রোগীরা আসছে হাসপাতালে, রোগীর চাপ বাড়লে প্রয়োজনে নতুন ওয়ার্ড খোলা হবে।
 
উল্লেখ্য, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রায় ১৯ জন চিকিৎসা সেবা নিচ্ছেন।