বগুড়ায় বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে প্রস্তুতি সমাবেশ
- May 18, 2025

উত্তরবঙ্গ তথা রাজশাহী-রংপুর বিভাগের সমন্বয়ে বগুড়া জেলায় বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’ অনুষ্ঠিত হবে আগামী ২৪ মে। সেই উপলক্ষে শনিবার (১৭ মে) চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে জাতীয়তাবাদী জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রস্তুতি সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ।
সভায় পুলিশ বাহিনীর উদ্দেশে হারুনুর রশিদ বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে বলে আওয়ামী লীগের যাকে তাকে ধরবেন না। যার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, কেবল তাকেই ধরবেন।
তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধকরণের মধ্য দিয়ে দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল, তাতে জামায়াতে ইসলামী কি বন্ধ হয়ে গেছে? আমি অনুরোধ করব বাংলাদেশকে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। হানাহানির রাজনীতি থেকে সৌহার্দ্য ও সম্প্রীতির রাজনীতিতে ফিরে আসতে হবে।
আগামী ২৪ মে রাজশাহী-রংপুর বিভাগের সমন্বয়ে বগুড়ায় তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে আয়োজিত এ প্রস্তুতি সমাবেশে জেলা যুবদলের আহ্বায়ক মো. রবিউল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার জাহান, জেলা বিএনপির নেতা ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ছাত্রনেতা মীম প্রমুখ।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে বিএনপির আয়োজনে এইরকম একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।