• Saturday, December 21, 2024

রানওয়ে ভেবে হ্রদে নেমে পড়ল যাত্রিবাহী বিমান

  • Sep 28, 2018

Share With

হ্রদে ভাসছে বিশালাকায় একটি বিমান। একটু একটু করে ডুবতেও শুরু করেছিল। বাঁচানোর জন্য আর্তনাদ ভেসে আসছিল বিমানের ভিতর থেকে। এক প্রত্যক্ষদর্শীর কাছ থেকে খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন উদ্ধারকারীরা। ছোট ছোট নৌকায় করে যাত্রীদের একে একে উদ্ধার করেন। বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচে এয়ার নিউগিনি-র ওই বিমানটি।

আজ শুক্রবার মাইক্রোনেশিয়া দ্বীপে ওয়েনো বিমানবন্দরে অবতরণ করতে যাচ্ছিল বিমানটি। ১১ জন বিমানকর্মী-সহ মোট ৪৭ জন যাত্রী ছিলেন বিমানটিতে। বিমানবন্দরের কয়েক মিটারের মধ্যেই একটি হ্রদ রয়েছে। নাম চুক। বিমানটি রানওয়েতে অবতরণ করতে গিয়েই বিপত্তি ঘটে। ছিটকে গিয়ে চুক হ্রদে সোজা গোত্তা খেয়ে পড়ে।

এক প্রত্যক্ষদর্শী জানান, হ্রদের সামনেই ছিলেন তিনি। হঠাৎই দেখেন বিশাল একটা কিছু জলে আছাড় খেয়ে পড়ল। চমকে উঠে সে দিকে তাকাতেই দেখেন একটি বিমান জলে ভাসছে। আর বিমানের ভিতর থেকে বাঁচানোর জন্য যাত্রীদের আর্তনাদ ভেসে আসছে। তত ক্ষণে বিমানটি একটু একটু করে ডুবতে শুরু করেছিল। ইতিমধ্যেই আরও লোকজন জড়ো হয়ে যান সেখানে। সকলে মিলে নৌকা নিয়ে বিমানের কাছে পৌঁছে যাত্রীদের উদ্ধারের কাজে নেমে পড়েন। উদ্ধারকারী দলকে খবর দেওয়া হয়। তিনি আরও জানান, খুব দ্রুততার সঙ্গে উদ্ধারকাজ চালানো হয়েছে। না হলে অনেক প্রাণহানি ঘটতে পারত।

তবে কী কারণে বিমানটি ভেঙে পড়ল তা অবশ্য স্পষ্ট নয়। যান্ত্রিক গোলযোগ না কি অন্য কোনও কারণ তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বিমান কর্তৃপক্ষও একটি তদন্তকারী কমিশন গঠন করে তদন্ত শুরু করেছে। ওয়েনো বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে বিমানটি। তবে এই ঘটনায় কোনও প্রাণহানি ঘটেনি। কয়েক জন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা