• Thursday, November 21, 2024

রাবি শিক্ষক কোয়ার্টার বেহাল ॥ খসে পড়ছে পলস্তারা

  • Sep 06, 2018

Share With

সংস্কারের অভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষকদের আবাসিক কোয়ার্টারের ভবনগুলোর ছাদের পলস্তারা খসে পড়ছে। এতে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। দীর্ঘদিন সংস্কার না করায় পুরাতন এই ভবনগুলোর বেহাল দশার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষকরা। বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় এসব ভবনে পরিবার নিয়ে আতঙ্কে দিন কাটছে শিক্ষকদের। সম্প্রতি খসে পড়া ছাদের পলস্তারার টুকরোর আঘাতে এক শিক্ষক পুত্র আহত হওয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে।

জানা যায়, রাবিতে শিক্ষকদের আবাসিকতার জন্য প্রায় ৮৮টি ভবন আছে। উপাচার্য, উপ-উপাচার্যের ভবনসহ তিন ক্যাটাগরির এই ভবনগুলোতে ৩১৯টি বাসায় শিক্ষক-কর্মকর্তার পরিবার থাকার ব্যবস্থা রয়েছে। প্রায় প্রতিটি ভবনেই একই সমস্যা বলে জানান শিক্ষকরা। পুরাতন এই ভবনগুলো নিয়মিত সংস্কার না করায় এমন বেহাল দশার সৃষ্টি হয়েছে বলেও তারা জানান।

হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের শিক্ষক সোহেল মেহেদী বলেন, পুরাতন ভবনগুলো দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এমন সমস্যা। যাদের ভবনে এমন সমস্যা হচ্ছে তাদের পরিবারের মধ্যে প্রতিনিয়ত আতঙ্ক কাজ করছে। বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের শিক্ষক অধ্যাপক ড. ইশতিয়াক হোসেন বলেন, মাঝে মাঝেই ছাদের নিচের অংশ খসে পড়ে। কিছুদিন আগে আমার ছেলে শুয়ে থাকা অবস্থায় পেটের উপর ছাদের টুকরো পড়ে আহত হয়। জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী সিরাজুম মুনীর বলেন, এসব সমস্যা সমাধানে ভবনের ছাদ পরিবর্তন করা প্রয়োজন। কিন্তু এতে বড় আকারের বাজেটের প্রয়োজন।