• Saturday, December 21, 2024

রামচন্দ্রপুরহাট থেকে ফেনসিডিলসহ আটক ১

  • Jul 17, 2018

Share With

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটী ইউনিয়নের রামচন্দ্রপুর হাটে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৪৩ বোতল ফেনসিডিলসহ ১ ব্যক্তিকে আটক করেছে সদর থানা পুলিশ। সদর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) মো. ইদ্রিশ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৮ টার দিকে রামচন্দ্রপুর হাটের হটাৎ পাড়ায় সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মো. লিয়াকতের ছেলে মো. সবুজ (২৬) কে ১৪৩ বোতল ফেনসিডিলসহ আটক করে থানায় নিয়ে আসা হয়। তিনি আরও জানান, এ সময় ৩ জন অপর মাদক বিক্রেতা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের শেষে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান মো. ইদ্রিশ আলী।