• Friday, January 24, 2025

র‌্যাবের অভিযানে কোটি টাকার জাল রুপি উদ্ধার : আটক ১

  • Sep 07, 2018

Share With

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার টিকরামপুরের একটি মহল্লা থেকে শুক্রবার প্রায় ৪ কোটি ভারতীয় জাল রুপি ও জাল টাকাসহ ১ কোটি টাকা মূল্যের জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনার সাথে জড়িত রুবেল (২৪) নামের ১ যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

রুবেল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার জোড় বাগান মহল্লার আকবর আলীর ছেলে এবং গোদাগাড়ী ডিগ্রী কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র।

র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প সূত্র থেকে জানা গেছে, প্রতি বছর ঈদের সময় সীমান্তে এবং হাট-বাজারে গরু ক্রয় বিক্রয়ের সময় জাল টাকার লেনদেন হয়ে থাকে। কারা কোথায় কী ভাবে জাল টাকা সরবরাহ করছে সে ব্যাপারে র‌্যাব দীর্ঘদিন ধরে নজর রাখছিল।

এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেল ৪ টা ৪৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার টিকরামপুর মহল্লায় নুরুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় র‌্যাবের ১ টি অপারেশন দল।

অভিযানে প্রায় ৪ কোটি ভারতীয় জাল রুপি ও জাল টাকাসহ ১ কোটি টাকা মূল্যের জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। র‌্যাবের অভিযান অত্র এলাকায় আরও চলবে বলে জানা গেছে।