• Saturday, December 21, 2024

শপথ নিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র খায়রুজ্জামান লিটন

  • Sep 05, 2018

Share With

রাজশাহী সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনসহ রাজশাহীর ৩০ টি ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত ৪০ জন কাউন্সিল শপথ গ্রহণ করেছেন। বুধবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।

রাজশাহী সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও সিলেট সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

গত ৩০ জুলাই রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে রাজশাহী সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন নৌকা প্রতীকে এক লাখ ৬৫ হাজার ৩৩২ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন।