• Friday, January 24, 2025

শাহনেয়ামতুল্লাহ কলেজে আন্তবিভাগ ক্রিকেট লীগের শুভ উদ্বোধন

  • Oct 14, 2018

Share With

স্টাফ রিপোর্টার:  চাঁপাইনবাবগঞ্জের শাহনেয়ামতুল্লাহ কলেজে আন্তবিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন করেছেন কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম। রবিবার দুপুর ১২টায় এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি।  

উদ্বোধনী বক্তব্যে শাহনেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম বলেন, পড়লেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা খুবই জরুরী। এই কারণেই কলেজের ৬টি বিভাগের শিক্ষার্থীদের অংশ গ্রহনে এ ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ৭ নভেম্বর আন্তবিভাগ ক্রিকেট লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সম্মান শ্রেনীর ৬ বিভাগের শিক্ষার্থীদের ৬টি দল, দুটি গ্রুপ এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।