• Saturday, December 21, 2024

শাহনেয়ামতুল্লাহ কলেজে প্রতি শুক্রবার ভিক্ষুকদের দুপুরে খাওয়াচ্ছে

  • Nov 19, 2018

Share With

আলোকিত নিজস্ব বার্তা : চাঁপাইনবাবঞ্জের অন্যতম বিদ্যাপিঠ শাহ নেয়ামতুল্লাহ কলেজে শিক্ষকগণ মহতি উদ্যোগ নিয়েছেন। তাঁরা নিজেদের অর্থে অসহায়, গরীব ও ভিক্ষুকদের খাদ্য, বস্ত্র, চিকিৎসা ও খাবারের ব্যবস্থা করছেন সপ্তাহের প্রতি শুক্রবার।

শাহনেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম জানান, প্রায় ৬ মাস ধরে আমরা প্রতি শুক্রবার দুপুরে জুমআর নামাজের পর কলেজ প্রাঙ্গণে রান্না করে ভিক্ষুকদের খাওয়ার ব্যবস্থা করেছি। তিনি আরো জানান, প্রতি শুক্রবার আমরা এখানে প্রায় ৪০ জন ভিক্ষুককে দুপুরের খাবার দিই। যা তিনিসহ কলেজের অন্য শিক্ষকরাও সহায়তা করেন। অধ্যক্ষ বলেন, কলেজের সকল শিক্ষক যে যার মতো অর্থ দিয়ে থাকেন। ভবিষ্যতে আমরা কলেজের শিক্ষার্থীরাও অর্থ সহায়তা দিয়ে অসহায়দের জন্য কাজ করবে।

অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আরো জানান, শুধু দুপুরের খাবার নয়, আমরা ভিক্ষুক ও অসহায়দের শীতের পোশাক, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসারও ব্যবস্থা করে যাচ্ছি। জেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে যদি এমন উদ্যোগ গ্রহণ করা হয় তাহলে জেলার ভিক্ষুকরা একটু ভালো থাকবে। কলেজের এ উদ্যোগকে জেলার সূধী মহল স্বাধুবাদ জানিয়েছেন।