• Friday, January 24, 2025

শাহরুখের ভ্যানিটি বাসের মূল্য চার কোটি টাকা

  • Sep 10, 2018

Share With

বলিউডে ভ্যানিটি ভ্যানের আমদানিটা নাকি করেছিলেন প্রয়াত পরিচালক মনমোহন দেশাই। অন্তত অমিতাভ বচ্চনের তেমনই দাবি। ছোটখাটো সাজঘর নয়, এখনকার বলি-তারকাদের এক-একটা ভ্যানিটি ভ্যান যেন পাঁচতারা হোটেল। এ বিষয়ে বলিউড বাদশাও খুব একটা কম যান না। এক বার ঢুঁ মেরে আসা যাক শাহরুখ খানের সাজঘরের অন্দরে।

গাড়ির প্রতি শাহরুখ খানের একটা অমোঘ টান রয়েছে। সেটা দেখা যায় তাঁর ভ্যানিটি ভ্যান সিলেকশনেও। শাহরুখের জন্য একটা ১৪ মিটার লম্বা বি৯আর ভলভো একেবারে নতুন করে সাজিয়েছেন অটোমোবাইল ডিজাইনার দিলীপ ছাবাড়িয়া। ভ্যান নয়, একে বাস বলাই ভাল!

শাহরুখের ভ্যানিটি বাসে জায়গা রয়েছে ২৮০ বর্গফুট। হাইড্রলিকসের ম্যাজিকে তা আরও বাড়িয়ে ৩৬০ বর্গফুট করার বন্দোবস্তও রয়েছে।

এ বার একটু এর অন্দরে পা ফেলা যাক। ভিতরে পাবেন বেডরুম, মিটিং রুম, বাথরুম, মেকআপ-কাম-চেঞ্জিং রুম।

এলইডি লাইটস দিয়ে সাজানো কাচের মেঝে। কাঠের ছাদ, রয়েছে ৪-কে স্যাটেলাইট টেলিভিশন, দুর্দান্ত সাউন্ড সিস্টেম, টাচ-কন্ট্রোল লাইটিং সিস্টেম। সবক’টি রুমেই রয়েছে ওয়াই-ফাইয়ের সুবিধা।

এলইডি লাইটস দিয়ে সাজানো কাচের মেঝে। কাঠের ছাদ, রয়েছে ৪-কে স্যাটেলাইট টেলিভিশন, দুর্দান্ত সাউন্ড সিস্টেম, টাচ-কন্ট্রোল লাইটিং সিস্টেম। সবক’টি রুমেই রয়েছে ওয়াই-ফাইয়ের সুবিধা।

আর কী কী রয়েছে? শুধু তো শাহরুখই নন, এখানে বসে আড্ডা জমাতে পারেন তাঁর বন্ধুবান্ধব, পরিচিতরাও। আর তাঁদের আরামের জন্য রয়েছে বিশাল লাউঞ্জ। এখানে বসে খাওয়াদাওয়াও করা যাবে।

এত কিছু রয়েছে শাহরুখের ভ্যানিটি বাসের অন্দরে, তার দামটাও নিশ্চয়ই দামি হবে। কতটা দামি, তা আন্দাজ করতে পারেন? বলেই ফেলা যাক! প্রায় ৪ কোটি টাকা।

সূত্র : আনন্দবাজার পত্রিকা