• Monday, February 24, 2025

শিক্ষার মান খারাপ হওয়ায় বেকারত্বের হার বেশি: চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

  • Feb 23, 2025

Share With

দেশে সামগ্রিকভাবে শিক্ষার মান খারাপ হওয়ার কারণেই বেকারত্বের হার বেশি বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

রোববার (২৩ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকল্পে জেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

গণশিক্ষা উপদেষ্টা বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা না হলে যাদের অর্থ আছে তারা আলাদা স্কুল করে নিচ্ছে। তখন প্রাইমারি স্কুলে কারা পড়বে? মধ্যবিত্ত ও নিম্নবিত্তের সন্তানেরা। এভাবে শিক্ষা সামাজিক বৈষম্য বাড়াচ্ছে। অথচ জুলাই অভ্যুত্থানের মূল কথাই ছিল বৈষম্যহীনতা। আমরা যদি সামাজিক বৈষম্য কমাতে চাই তাহলে প্রাথমিক শিক্ষাকে শক্তিশালী করতে হবে।’

শিক্ষার্থীদের প্রাথমিক পর্যায় থেকেই গড়ে তুলতে হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘একজন শিক্ষার্থীকে প্রাথমিক পর্যায় থেকেই পরিপূর্ণভাবে গড়ে তুলতে হবে। আর এ জন্য শুধু পড়ার পেছনে দৌড়ালেই চলবে না। শিক্ষার্থীর জন্য কো-কারিকুলাম এক্টিভিটিজও প্রয়োজন। শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটাতে হবে।’

গণশিক্ষা উপদেষ্টা আরও বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের বড় বড় ডিগ্রি হয়ে যাচ্ছে কিন্তু সে অনুযায়ী কি ওই শিক্ষার্থীর যোগ্যতা আছে? অনেক ক্ষেত্রেই নেই। অনেক ক্ষেত্রে সে উপযুক্তভাবে কাজ করতে পারছে না। এতে আমাদের দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে। আমাদের দেশে বিভিন্ন সেক্টরে বাইরের দেশ থেকে লোক এনে কাজ করাতে হয়। দেশে উপযুক্ত লোক পাচ্ছে না বলেই বাইরে থেকে জনবল আনতে হচ্ছে। আমরা যোগ্য লোক তৈরি করতে পারছি না।’

সভা শেষে জেলার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।