• Friday, January 24, 2025

শিবগঞ্জের নয়ালাভাঙ্গা থেকে এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার

  • May 15, 2020

Share With

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের ঘোড়ামারা মাঠের একটি আম বাগান থেকে মাটিতে পুঁতে রাখা অবস্থায় ৯ম শ্রেণির এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

 

নিহত ছাত্র শিবগঞ্জ উপজেলার সাবেক লাভাঙা গ্রামের মো. সফিকুল ইসলামের ছেলে নাজিম উদ্দীন (১৫)।

 

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম জানান, গত ১১ মে তারাবির নামাজ পড়ার কথা বলে বাড়ী থেকে বের হয়ে নাজিম উদ্দীনকে খুঁজে পাওয়া যায়নি। পরে নাজিমের পিতা সফিকুল ইসলাম ১৩ মে শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

 

ওসি আরো জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩ টার দিকে একটি আম বাগানে মাটিতে পুঁতা অবস্থায় লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

 

তিনি আরো জানান, লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড বলে জানান তিনি। এ ঘটনায় কাউকে আটক বা সনাক্ত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।