শিবগঞ্জের বিভিন্ন পূজামন্ডপে অনুদান দিলেন এমপি রাব্বানী
- Oct 19, 2018
শিবগঞ্জ প্রতিবেদক : শান্তিপূর্ণ পরিবেশে সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ শারদীয় দুর্গা পূজা উৎসব পালন নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সংসদ সদস্য মোহা. গোলাম রাব্বানী। বৃহস্পতিবার ও শুক্রবার দুদিন ব্যাপি স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। একই সাথে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন তিনি। এ সময় তিনি পূজা আয়োজকদের সঙ্গে বিভিন্ন বিষয় ও নিরাপত্তা ব্যবস্থার খোঁজ খবর নেন এবং আর্থিক অনুদান প্রদান করেন। পূজা মন্ডপ পরিদর্শনে এমপি গোলাম রাব্বানী বলেন, বাংলাদেশের অসাম্প্রদায়িক রাজনৈতিক ধারা অব্যাহত রাখতে হবে। আমরা সবাই বাঙালি। আমাদের সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ সম্প্রীতি বন্ধন অক্ষুন্ন রাখতে হবে।
পূজামন্ডপ পরিদর্শনকালে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান বাবু, দাইপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি. আজমল হক বাদশা, জেলা পুজা উদযাপন পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক কুনাল মুর্খাজী মোবারকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোহুর আহমেদ ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, ধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবদুল কাদির, নয়ালাভাঙা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রহমান এডু, চককির্তি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ পাভেল, যুবলীগ নেতা আতিকুল ইসলাম ডিউক চৌধুরী, ছাত্রনেতা আবুল কাসেম জুম্মাসহ বিভিন্ন পূজা মন্ডপে দায়িত্বপ্রাপ্ত হিন্দু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, এ বছর শিবগঞ্জ পৌরসভা ও উপজেলায় ৩৬টি মন্ডপে দূর্গাপূজার আয়োজন করা হয়।