• Friday, January 24, 2025

শিবগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন এমপি গোলাম রাব্বানী

  • Oct 18, 2018

Share With

শিবগঞ্জ প্রতিনিধি : শান্তিপূর্ণ পরিবেশে সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ শারদীয় দুর্গা পূজা উৎসব পালন নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার পূজা মন্ডপ পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহা. গোলাম রাব্বানী।

বৃহস্পতিবার মহা নবমীর দিন সকালে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। একই সাথে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন তিনি। এসময় তিনি পূজা আয়োজকদের সঙ্গে বিভিন্ন বিষয় ও নিরাপত্তা ব্যবস্থার খোঁজ খবর নেন।

পূজা মন্ডপ পরিদর্শনে এমপি গোলাম রাব্বানী বলেন, বাংলাদেশের অসাম্প্রদায়িক রাজনৈতিক ধারা অব্যাহত রাখতে হবে। আমরা সবাই বাঙালি। আমাদের সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ সম্প্রীতি বন্ধন অক্ষুন্ন রাখতে হবে। গত সোমবার দেবী দুর্গার বোধন অধিবাস ও ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা।

বিভিন্ন পূজা মন্ডক পরিদর্শনকালে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান বাবু, দাইপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আজমল হক বাদশা, মোবারকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তহুর আহমেদ ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, ধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবদুল কাদির,নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক আব্দুর রহমান এডু, চককিত্তি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ পাভেল, যুবলীগ নেতা আতিকুল ইসলাম ডিউক চৌধুরী, ছাত্রনেতা আবুল কাসেম জুম্মাসহ বিভিন্ন পূজা মন্ডপে দায়িত্বপ্রাপ্ত হিন্দু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, এ বছর শিবগঞ্জ পৌরসভা ও উপজেলায় মোট ৩৬ টি পূজা মন্ডপে দূর্গোৎসব চলছে।