• Friday, January 24, 2025

শিবগঞ্জের সাবেক এমপি শাহজাহান মিঞার পক্ষে মনোনয়ন সংগ্রহ

  • Nov 22, 2018

Share With

শিবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক এমপি অধ্যাপক শাহজাহান মিঞার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তার প্রতিনিধিবৃন্দ। বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে রির্টানিং অফিসার চৌধুরী রওশন ইসলামের নিকট থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হক, উপজেলা বিএনপির সহ-দপ্তর সারোয়ার জাহান সেন্টু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সায়মা বেগম, উপজেলা যুবদল সভাপতি আলী আহম্মেদ বাবু, পৌর যুবদল সাধারণ সম্পাদক আবুল বাসার, উপজেলা ছাত্রদল সহ-সভাপতি জাহিদ হাসান, উপজেলা ছাত্রদল যুগ্ন সাধারণ সম্পাদক বারিউল ইসলাম তুষার, পৌর ছাত্রদল সাংগঠনিক সম্পাদক মোকলেসুর রহমান ও উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহিদুর রহমানসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।