• Saturday, December 21, 2024

শিবগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

  • Sep 23, 2018

Share With

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কারবালা মোড় থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বরেন্দ্র উন্নায়ন প্রচেষ্টার আয়োজনে ও খুলনার রুপান্তর সহযোগিতায় শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিন্নুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, এনজিও ফোরামের সভাপতি তৌহিদুল আলম টিয়া, সহ-সভাপতি মো. সাইদুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম বলেন, সকল ধর্মের শান্তির কথা বলা হয়েছে। তিনি যুব সমাজের পাশাপাশি সমাজের সর্বসাধারণকে শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানান।