• Friday, January 24, 2025

শিবগঞ্জে উন্নয়ন মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

  • Oct 04, 2018

Share With

স্টাফ রিপোর্টার : সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জেও ৩দিন ব্যাপী জাতীয় উন্নয়ন মেলা উপলক্ষে র‌্যালী, ভিডিও কনফারেন্স ও আলোচনা সভা হয়েছে। বৃহষ্পতিবার সকালে ভিডিও কনফারেন্স মাধ্যমে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে র‌্যালি ও আলোচনা সভা হয়। উপজেলা নির্বাহী অফিসার চৌধরী রওশন ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি ছিলেন সংসদ সদস্য গোলাম রাব্বানী।

এ-সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) বরমান হোসেন, শিবগঞ্জ পৌরসভার মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা সমাজ সেবা অফিসার কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আরিফুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বরণ কুমার মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির শিবগঞ্জ জোনাল (কানসাট) অফিসের ডিজিএম মাইনুদ্দিনসহ অন্যরা।

এছাড়া উপজেলার পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, উপজেলার বিভিন্ন এনজিও প্রতিনিধিগণসহ বিভিন্ন পেশাজীবী উপস্থিত ছিলেন। মেলায় ৫০টি স্টল রয়েছে।