• Friday, January 24, 2025

শিবগঞ্জে এতিমদের মাঝে অর্থ সহায়তার চেক বিতরণ

  • Nov 20, 2018

Share With

নিজস্ব প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এতিমদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সমাজসেবা অফিস ও চাইন্ড সেনসিটিভ স্যোসাল প্রটেকশন ইন বাংলাদেশ এর যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এতিমদের আর্থিক চেক বিতরণ সভায় জেলা প্রশাসক এজেডএম নূরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নূরুল কবির। প্রধান আলোচক ছিলেন সমাজসেবা মন্ত্রণালয়ের সচিব মো. জিল্লার রহমান, চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম বিপিএম, শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. বরমান হোসেন।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কাঞ্জন কুমার দাসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ও বিদোনপুর কলেজের সাবেক অধ্যক্ষ রুহল আমিন সহ অন্যরা। এছাড়া এই প্রকল্পের আওতায় আগামী ২০২০ সাল পর্যন্ত ১২৮ জন এতিমদের মাঝে প্রতিমাসে দুই হাজার টাকা করে দেয়া হবে। প্রতিজনকে ১২হাজার টাকার করে মোট ১৫ লাখ ৩৬হাজার টাকা চেক বিতরণ করা হয়।