• Saturday, December 21, 2024

শিবগঞ্জে কারাতে রোকেয়াকে মেয়র রাজিনের অনুদান

  • Oct 04, 2018

Share With

স্টাফ রিপোর্টার :  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার হদরিদ্র পরিবারের কন্যা ও একাধিক পদকপ্রাপ্ত কারাতে মোসা. রোকেয়া খাতুনকে নগদ ৩০ হাজার টাকা অর্থ সহায়তা দিয়েছে শিবগঞ্জ পৌরসভার মেয়র মো. কারিবুল হক রাজিন। বৃহস্পতিবার সকালে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে রোকেয়াকে এ অর্থ সহায়তা দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মো. গোলাম রাব্বানী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধূরি রওশন ইসলামসহ উপজেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

প্রসঙ্গত, উপজেলার কানসাট ইউনিয়নের বাগদুর্গাপুর গ্রামের মোসা. রোকেয়া বেগম বাংলাদেশ জুডো কারাতে ফেডারেশনের পক্ষে দেশে ও বিদেশে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একাধিক স্বর্ণ, রৌপ্য ও ব্রঞ্জ পদক অর্জন করেছেন।