• Saturday, December 21, 2024

শিবগঞ্জে চরাঞ্চলে চিকিৎসা ও ঔষধ বিতরণ

  • Sep 23, 2018

Share With

স্টাফ  রিপোটার : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রবিবার দুপুর ১২ টার দিকে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা রোগী কল্যান সমিতি, এনজিও ফোরাম ও নিলুফা ওল্ড কেয়ার এন্ড সাভির্স এর উদ্যোগে চরাঞ্চলে বন্যায় ভুক্ত ভোগীদের চিকিৎসা সেবা দানের জন্য ক্যাম্পেন অনুষ্ঠিত হয়েছে।

চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন,   শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম।

এ-সময় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা,  বিভিন্ন এনজিও সংগঠনের প্রতিনিধি শিক্ষক, ছাত্র/ছাত্রী, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অন্যরা উপস্থিত ছিলেন।

পাঁকা ইউনিয়নের কদমতলাসহ বিভিন্ন এলাকার রোগীদের চিকিৎসা পদান করেন। এ-সময় বিনামূল্যে ঔষদ বিতরণ করা হয়। কার্জক্রম অব্যাহত থাকবে বলেও জানা গেছে।