• Saturday, December 21, 2024

শিবগঞ্জে নদী ভাঙন কবলিত মানুষের সঙ্গে সচিবের মতবিনিময়

  • Dec 12, 2018

Share With

নিজস্ব প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নে নদী ভাঙন কবলিত মানুষের সাথে সচিব জিল্লার রহমান মতবিনিময় সভা করেছেন। বুধবার দুপুরে পাঁকা ইউনিয়ন পরিষদ চত্বরে মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা সমাজসেবা অফিস।

সভায় ইউপি চেয়ারম্যান মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জিল্লার রহমান। এ-সময় জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক নূর মোহাম্মদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, বিনোদপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ রুহুল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। সভায় নদী ভাঙন কবলিত মানুষের পাশে থাকার কথা ব্যক্ত করেন সচিব জিল্লার রহমান।