• Friday, January 24, 2025

শিবগঞ্জে নিরাপদ সড়ক দিবস পালন

  • Oct 22, 2018

Share With

শিবগঞ্জ প্রতিনিধি : ‘আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো’ এই প্রতিপাদ্যে-চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে বর্ণাঢ্য র‌্যালী ও লিফলেট বিতরণের আয়োজন করে উপজেলা প্রশাসন। র‌্যালিটি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে জনসাধারণ মাঝে লিফলেট বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. বরমান হোসেন।
এ ছাড়া শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ, শিবগঞ্জ ¯œাতক মহাবিদ্যালয়, ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়, চককীর্তি স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাস্তায় দাঁড়িয়ে ব্যানার ফেস্টুন নিয়ে নিরাপদ সড়ক গড়তে সকলকে সচেতন হয়ে ট্রাফিক আইন মেনে চলার আহবান জানান। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।