• Thursday, November 21, 2024

শিবগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অবহিতকরণ সভা

  • Sep 17, 2018

Share With

 

স্টাফ রিপোর্টার : 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সরকারি কর্মকর্তা, ইটভাটা মালিক সমিতি, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, এনজিও প্রতিনিধিদের সমন্বয়ে পরিবেশ বান্ধব ইটভাটা স্থাপন, পরিবেশ সংরক্ষণ, সন্ত্রাস-জঙ্গীবাদ বিরোধী অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভার আয়োজন করে রাজশাহী জেলা কার্যালয়ের পরিবেশ অধিদপ্তর। সভায় উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মামুন অর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি সফিকুল ইসলাম, উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি আবু তালেবসহ অন্যরা।

সভায় ২০১৩ সালের ইটভাটা আইন পুরোপুরি বাস্তবায়নের লক্ষে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন বক্তারা। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক, আমবাগান, কৃষি জমি, বসতবাড়ির পাশে ইটভাটা স্থাপন না করার জন্য তাগিদ দেন।