• Friday, January 24, 2025

শিবগঞ্জে প্রয়াত ইউএনও শফিকুল স্মরণে মিলাদ ও শোক সভা

  • Jul 15, 2018

Share With

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার প্রয়াত উপজেলা নির্বাহী অফিসার মো. শফিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলের আগে প্রয়াত ইউএনও মোঃ শফিকুল ইসলামের বিভিন্ন কাজগুলো তুলে ধরে স্মৃতিচারনমুলক আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হাসান, শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন, শিবগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বার্হী অফিসার ও সহকারী কমিশনার(ভূমি) বরমান হোসেন, মুক্তিযোদ্ধাগণসহ উপজেলায় কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীরা।