• Friday, January 24, 2025

শিবগঞ্জে ফেনসিডিল উদ্ধার, পিতা-পুত্রসহ আটক ৩

  • Jul 24, 2018

Share With

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার গোপালনগর মোড় এলাকা থেকে ২০০ বোতন ফেনসিডিলসহ পিতা-পুত্রসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর মন্ডলপাড়ার নৈমুদ্দিনের ছেলে জামাল উদ্দিন (৪৫), ছেলে কামাল উদ্দিন (১৯) ও উপর চাকপাড়ার সফিকুল ইসলামের ছেলে শাহ আলম (৩০)। শিবগঞ্জ থানার উপপরিদর্শক আইনুল হক জানান, ফেনসিডিল কেনাবেচা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে কানসাট-বিনোদপুর আঞ্চলিক সড়কের গোপালনগর মোড়ে অভিযান চালিয়ে ২০০ বোতল ফেনসিডিলসহ পিতা-পুত্রসহ তিনজনকে আটক করা হয়। এঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।