• Friday, January 24, 2025

শিবগঞ্জে রোপনকৃত তালগাছ পরিদর্শন করলেন ইউএনও চৌধুরী রওশন

  • Oct 15, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রোপনকৃত তালগাছ পরিদর্শন ও রাস্তার ওপর যত্রতত্র চুলা বসিয়ে গুড় উৎপাদনে যানবাহন চলাচলে সমস্যার সৃষ্টি হওয়ায় তা অপসারণের নির্দেশ দিয়েছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম।

মূল সড়কে রাস্তার ওপর যত্রতত্র চুলা বসিয়ে আখ চাষীরা গুড় উৎপাদন করায় রাস্তায় যানবাহন চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছিল। সোমবার ধাইনগর ইউনিয়নে নিজে উপস্থিত হয়ে তাদের দ্রত চুলা অপসারণের জন্য নির্দেশ দেন ইউএনও। এ ছাড়াও তিনি নিরাপদ উপায়ে গুড় উৎপাদনে উৎসাহ প্রদান করেন চাষীদের। পরে রাস্তার ধারে বিভিন্নস্থানে রোপনকৃত তালগাছ ঠিকটাক আছে কিনা তা ঘুরে দেখেন ইউএনও।


এ সময় সমাজসেবা কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ইউপি সদস্য, সচিবসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সব বিষয়ে সকলকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য অনুরোধও জানান নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম।