• Friday, January 24, 2025

শিবগঞ্জে শিশু অধিকার আইন বিষয়ক মতবিনিময়

  • Sep 26, 2018

Share With

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডির উদ্যোগে শিশু অধিকার আইন ২০১৩ বাস্তবায়নের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম।
এ-সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আবদুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, রাজশাহী এসিডির প্রজেক্ট কো-অর্ডিটের মিরাজ উদ্দিন তালুকদার, মনিটরিং এন্ড ডকুমেন্টেশন কর্মকর্তা রুহুল আমিন, সোস্যাল ওয়ার্কার ইমদাদুল আলম জুয়েলসহ অন্যরা। এছাড়াও সভায় বিভিন্ন এনজিও সংগঠনের প্রতিনিধিগণ, কিশোর-কিশোরীরা অংশ নেয়। সভায় শিশু অধিকার আইন ২০১৩ যথাযথ বাস্তবায়নের লক্ষে বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন বক্তারা।