• Friday, January 24, 2025

শিবগঞ্জে সরকারি রাস্তা দখল করে ভবন নির্মাণে এলাকাবাসীর অভিযোগ

  • Oct 16, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ-কানসাট-মনাকষা সড়কের মনাকষা মোড়ে সরকারি রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ নিয়ে ভূক্তভোগী এলাকাবাসী জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগে- ত্রিমুখী সরকারি রাস্তা প্রয়োজনের তুলনায় অনেক ছোট। ফলে সড়কে প্রতিদিন শত শত ট্রাক, বাস, রিকশাসহ ছোট বড় বিভিন্ন ধরণের যানবাহন চলাচলে যানজটের সৃষ্টি হচ্ছে। কিন্তু কতিপয় ভবন মালিকের স্বেচ্ছাচারিতার কারণে সরকারি সীমানা অতিক্রম করে ভবন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন।

এ ছাড়া সরকারি রাস্তা থেকে তিন ফিট ভবনের ভেতরের দিকে না ছেড়েই ভবন নির্মাণ করছেন। ইতোপূর্বে সহকারী কমিশনার (ভূমি) ভবন মালিককে তার ভবন নির্মাণে সরকারি নির্দেশ মেনে চলার আদেশ দিলেও তা তিনি তোয়াক্কা না করে ভবন নির্মাণ করে যাচ্ছেন। এতে পথচারী ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।

ভবনের অতিরিক্ত অংশ সরকারি রাস্তা থেকে অপসারণের দাবি জানিয়েছেন ভূক্তভোগী এলাকাবাসী। এছাড়া সরকারি রাস্তায় অবৈধ স্থাপনা উচ্ছেদ চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগও দাখিল করেন। এলাকারবাসীর একটাই চাওয়া সঠিক নিয়মে যেন কাজ হয়।