• Saturday, December 21, 2024

শিবগঞ্জে ১০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

  • Oct 16, 2018

Share With

শিবগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশের অন্যান্য জেলার ন্যায় চাঁপাইনবাবগঞ্জে ৭-২৮অক্টোবর পর্যন্ত ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে শিবগঞ্জ উপজেলার ১০ রশিয়া বাজার এলাকা থেকে বগলাউড়ি ঘাট পর্যন্ত এলাকায় পদ্মা নদীতে অভিযান চালিয়েছে মৎস দপ্তর।

মঙ্গলবার সকাল ৭টা থেকে বেলা ৩টা পর্যন্ত অভিযানে দেড় লাখ টাকা মূল্যের ১০ হাজার মিটার কারেন্ট জাল আটকের পর ঘাটে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা বরুন কুমার মন্ডল, আনসার ভিডিপি কর্মকর্তা ও আনসার সদস্য এবং মৎস্য দপ্তরের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।