• Saturday, December 21, 2024

শিবগঞ্জে ১ ব্যক্তির মৃত্যুতে পরিবারের পাল্টাপাল্টি অভিযোগ

  • Oct 14, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা এলাকায় আয়েশ উদ্দিনের ছেলে আনারুল ইসলাম (৪৫) নিহতের ঘটনায় পরিবারের পক্ষ থেকে পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে।

নিহতের স্ত্রী ও আটক ছেলেসহ পুলিশের দাবি-আনারুল ইসলাম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। অপরদিকে নিহতের দুই ভাইয়ের অভিযোগ আনারুল ইসলামকে পরিকল্পিতভাবে হত্যা করেছে আমার ভাইয়ের স্ত্রী, তার ছেলে ও মেয়ে। শনিবার সন্ধ্যায় নিজ বসত বাড়িতে মারা যায় আনারুল ইসলাম।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিকদার মো. মশিউর রহমান জানান, হত্যার ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি।