• Friday, January 24, 2025

শিবগঞ্জে ২ টি গোরস্থানের উন্নয়ন কাজের উদ্বোধন

  • Oct 02, 2018

Share With

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ২ টি গোরস্থানের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ৬ লাখ টাকা ব্যয়ে মোবারকপুর ইউনিয়নের ত্রিমোহনী কেন্দ্রীয় গোরস্থান ও গুয়াবাড়ি চাঁদপুর উত্তরপাড়া কেন্দ্রীয় গোরস্থানের প্রাচীর ওয়াল নির্মাণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য মোহা. গোলাম রাব্বানী।

এ-উপলক্ষে মাহতাব উদ্দিন হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে সুধী সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে মোবারকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহতাব উদ্দিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোবারকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, দাইপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল হক বাদশা, ধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবদুল কাদের, নামোটিকরী আলিম মাদ্রাসার সুপার আবদুস সালাম, হাফিজিয়া মাদ্রাসার পরিচালক আবু তালেবসহ অন্যরা।

পরে মোবারকপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে উঠান বৈঠক ও গণসংযোগ করেন গোলাম রাব্বানী এমপি।