• Saturday, December 21, 2024

শিবগঞ্জে ২ বছরের সাজাপ্রাপ্ত ৩ আসামি গ্রেফতার

  • Oct 17, 2018

Share With

শিবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি এলাকা থেকে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সাজাপ্রাপ্ত তিন আসামি হল, উপজেলার চককীর্তি ইউনিয়নের মাদিয়ার মৃত সোলেমান মন্ডলের ছেলে আবদুর রাজ্জাক (৬০), চকনাধড়ার মৃত তোবজুল হকের ছেলে বক্তার আলী (৬৭) ও আবদুর রশিদ টুনু (৭০)।

শিবগঞ্জ থানার ওসি সিকদার মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই রাসেল, ফজলু, মাহফুজ ও আতিকুরের নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার গভীর রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে।

তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় সিআর ১৯৭/৯২ জাল দলিল জালিয়াতির মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিল বলে জানিয়েছে পুলিশ।