• Friday, January 24, 2025

শিবগঞ্জে ৩০টি পূজামন্ডপ পরিদর্শন করলেন ডা. শিমুল

  • Oct 19, 2018

Share With

শিবগঞ্জ প্রতিবেদক :চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজার মন্ডপ পরিদর্শন, কুশল বিনিময় করেছেন চাঁপাইনবাবগঞ্জ ১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল। শিবগঞ্জ পৌর ও উপজেলার ৩০টি পূজা মন্ডপ পরিদর্শন করেছেন তিনি। গত বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার তিনদিন ব্যাপি শিবগঞ্জ বাজার দূর্গামন্দির, বাবুপুর দূর্গামন্দির, আলিডাঙা দুর্গামন্দির, কানসাট ইউনিয়নের বাগদুর্গাপুর, কানসাট বাজার সার্বজনীন দূর্গা মন্দির, বিশ্বনাথপুর দূর্গা মন্দিরসহ ৩০টি পূজামন্ডপ পরিদর্শন করেন। পূজামন্ডপ পরিদর্শনকালে ডাঃ শিমুল বলেন- সনাতন ধর্মাম্বলীদের সংখ্যালঘু না ভেবে দেশের একজন নাগরিক হিসেবে নির্ভয়ে তাদের দুর্গোৎসব পালনের আহবান জানান।

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে শান্তিপুর্ণভাবে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে প্রত্যেক ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে। তিনি বলেন- বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সবার সুখ দুঃখের সাথী হতে রাজনীতি করছি। আপনারা আমাকে ভুলবেন না। আমি আপনাদের পাশে আছি। এছাড়াও তিনি বলেন- বর্তমান সরকার জনবান্ধব সরকার, তাই সম্প্রীতি, সৌহার্দ বজাই রেখে শান্তিপূর্ণভাবে একে অপরে ধর্ম পালন করতে হবে। দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য নৌকায় ভোট দিতে সনাতন ধর্মলম্বীদের লোকজনের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন- সনাতন ধর্মের লোকজন সব সময় নৌকায় ভোট দিয়ে আসছে এবং ভবিষ্যতেও তারা এ দ্বারা অব্যাহত রাখবে। সেই সঙ্গে তিনি উপজেলার সর্বস্তরের সনাতন ধর্মের সবাইকে শারদীয়া দূর্গা পূজার শুভেচ্ছাও জানান। এতে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহসভাপতি কাজিম আলী, দপ্তর সম্পাদক এস জাহান মুকুল, যুবলীগ নেতা নাজির মাস্টার, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার আহমেদ সোহেল, দুর্লভপুুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক শহিদুল হক, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আশরাফুল আলম সেন্টু মেম্বারসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।