• Friday, January 24, 2025

শিবগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

  • Oct 09, 2018

Share With

শিবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা মিলনায়তনে সহকারি কমিশনার (ভূমি) মো. বরমান হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা সায়েমা খাতুন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বরণ কুমার মন্ডল, থানা পুলিশের প্রতিনিধি এসআই ফারুক হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড আতাউর রহমান, শিবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আ. মজিদ, শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহা. সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহা. ইমরান আলী, বিজিবির প্রতিনিধি মনাকষা বিওপি কমান্ডার সমির উদ্দিনসহ অন্যরা।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সিরাজুল হক, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণসহ অন্যরা। সভায় সীমান্ত এলাকাসহ উপজেলার আইন শৃঙ্খলা বিষয়ে আলোচনা করা হয়।

এর আগে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ, ইভটিজিং, সন্ত্রাস, জঙ্গিবাদ-মাদক, চোরাচালান প্রতিরোধসহ অন্যান্য বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) বরমান হোসেন।