• Friday, January 24, 2025

শিবগঞ্জ বিরহামপুর-দিঘলীর মাঠে ১ বৃদ্ধের লাশ উদ্ধার

  • Oct 03, 2018

Share With

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিরহামপুর-দিঘলীর মাঠ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেল ৪ টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য গোলাম ফারুক জানান, বুধবার দুপুরে স্থানীয়রা নয়ালাভাঙা ইউনিয়নের ওই মাঠে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানা নিয়ে গেছে। তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। এমনকি তিনি কিভাবে মারা গেছেন তাও জানা যায়নি।

এ-দিকে শিবগঞ্জ থানার এসআই শ্রী শ্যামল কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ যে লাশটি উদ্ধার করেছে তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৬০ বছর। তার পরনে সাদা পাঞ্জাবী এবং লুঙ্গি রয়েছে। শিবগঞ্জ থানার ওসি শিকদার মশিউর রহমান জানান, লাশ এখনও সনাক্ত হয়নি। তবে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।