• Saturday, December 21, 2024

শিবগঞ্জ মহাবিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন ডা.শিমুল এমপি

  • Jan 28, 2019

Share With

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ স্নাতক মহাবিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় চার কোটি টাকা ব্যয়ে নবনির্মিত এই চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডা.সামিল উদ্দিন আহমেদ শিমুল।

এ উপলক্ষে মহাবিদ্যালয় প্রাঙ্গনে কৃতি শিক্ষার্থী ও শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।  মহাবিদ্যালয়র অধ্যক্ষ ব্রাইনির ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম, পৌর মেয়র কারিবুল হক রাজিন, পৌর আওয়ামী লীগের সভাপতি আতিকুল ইসলাম টুটুল, সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম কিবরিয়া, বঙ্গবন্ধু পরিষদের শিবগঞ্জ উপজেলা শাখার কোষাধাক্ষ্য নজরুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা দেয়া হয়।