• Friday, January 24, 2025

শুধু অর্থ দিয়ে ভোটে পাস করা যায় না, রাজশাহী সিটি নির্বাচনে `নাদিরা’ তার দৃষ্টান্ত।

  • Aug 01, 2018

Share With

হতদরিদ্র নাদিরা বেগম। উচ্চ মাধ্যমিক পাস করা এই নারী পেশায় গৃহিণী। রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে সংরক্ষিত ৮ নং ওয়ার্ডে মহিলা আসনে তিনি কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। টাকার কাছে এবারে পরাজিত হননি তিনি। শুধু অর্থ দিয়ে ভোটে পাস করা যায় না নাদিরা তার দৃষ্টান্ত।

বিয়ের কয়েক বছর পর স্বামীকে হারান নাদিরা। সেই থেকে একাই পথচলা তার। নাদিরা বেগম নগরীর রামচন্দ্রপুর এলাকার মকবুল হোসেনের মেয়ে। তার একমাত্র ছেলে শাহারিয়ার আহমেদ স্বপ্নীল নগরীর ইসলামী গবেষণা কেন্দ্র মডেল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।

মাত্র ৬০ হাজার টাকা নিয়ে ভোটের মাঠে নেমেছেন নাদিরা। এর মধ্যে ২০ হাজার টাকা বোনের কাছ থেকে ধার নিয়েছেন। পোষা রাজহাঁস বিক্রি করে বাকি টাকা জোগাড় করেছেন তিনি।

স্থাবর সম্পত্তি বলতে পৈত্রিক সূত্রে পাওয়া ৮ শতাংশ জমি রয়েছে তার। নগদ ৬০ হাজার টাকা ছাড়াও তার ফ্যান, মোবাইল এবং দুটি খাট রয়েছে অস্থাবর সম্পত্তির ঘরে। প্রতি মাসে গড়ে তিন হাজার টাকা করে আয় করেন জীবন সংগ্রামী এই নারী।

ভোটের মাঠে নাদিরা বেগমের কোনো নেতাকর্মী কিংবা লোকবল ছিল না। ছিল না তেমন কোন অর্থ-কড়ি। তাই বলে থেমে নেই তার প্রচারণা। ছেলেকে নিয়ে নিজেই নেমে পড়েছেন ভোটের মাঠে। কখনও রিকশা আবার ভ্যান চেপে নিজেই মাইকিং করেছেন নাদিরা। পাশাপাশি পোস্টার টাঙিয়েছেন নিজ হাতে। ভোর থেকে রাত পর্যন্ত ভোটারদের দরজায় দরজায় কড়া নাড়ছেন এই প্রার্থী। মানুষের পাশে থেকে সেবার প্রতিশ্রুতি দিয়ে জিপগাড়ি প্রতীকে চেয়েছেন ভোট।

জানা গেছে, গত তিন সিটি নির্বাচনে কাউন্সিলর পদে অংশ নিয়েছেন নাদিরা বেগম। কিন্তু একবারও নির্বাচিত হতে পারেননি। প্রতিবারই অল্প ভোটের ব্যবধানে হেরেছেন। এ ব্যবধান গড়ে দিয়েছিল টাকা। টাকার কাছে এবারে পরাজিত হননি তিনি।