• Saturday, December 21, 2024

শেখ হাসিনার কারামুক্তি দিবসে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগের মিলাদ ও দোয়া

  • Jun 13, 2019

Share With

বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ১২তম কারামুক্তি দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের শহীদ মনিমুল হক সড়কে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমনের সভাপতিত্বে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফ জামান আনন্দ । এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাকিউল ইসলাম সাকিল, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কৌশিক আহমেদ ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান পরশ ও সাধারণ সম্পাদক নাজমুজ্জামন মাসুমসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ।

আওয়ামী লীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন জেলা ছাত্রলীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ নাহিদ হাসান।