• Saturday, December 21, 2024

শেখ হাসিনা দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছেন : ওদুদ এমপি

  • Oct 28, 2018

Share With

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের বর্তমান এমপি আব্দুল ওদুদ বলেছেন, দেশনেত্রী শেখ হাসিনা দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী জীবনমান উন্নয়নে কাজ করছেন। তাই বিএনপি-জামায়াতের কথায় কান না দিয়ে দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবার আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসতে হবে মতবিনিময় সভায় এ আহবান জানান। এমপি আব্দুল ওদুদ বলেন, বস্তিবাসীর পানি নিষ্কাষণ ব্যবস্থায় অনেক সমস্য রয়েছে। এর জন্যে কাজ করছি। আগামীতে এ সমস্যা আর থাকবে না।

পিটিআই বস্তিবাসীর খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান সৃষ্টিতে আগামীতে আরও কার্যকরী অনেক পদক্ষেপ নেয়া হবে। মতবিনিময় সভা শেষে বস্তিবাসীর বিভিন্ন সমস্যা দেখতে বস্তি পরিদর্শন করেন আব্দুল ওদুদ এমপি।

চাঁপাইনবাবগঞ্জ পিটিআই বস্তিবাসীর আয়োজনে রবিবার বিকেলে সুলেখা বেগমের সহযোগীতায় যুব উন্নয়ন ভবন চত্বরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মো. আব্দুর রহিম কালু মন্ডলের সবাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের বর্তমান এমপি আব্দুল ওদুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১৫ নং ওয়ার্ড মহিলা লীগের সভাপতি সুলেখা বেগম, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আয়াত নুর রহমান আয়াত, সদর থানা মহিলা লীগের সভাপতি মানোয়ারা খাতুন, সাধারণ সম্পাদক নাসরিন আক্তারসহ অন্যরা।