• Sunday, April 6, 2025

শেখ হাসিনা পালিয়ে যাওয়া মানেই আশি ভাগ সংস্কার হয়ে গেছে- হারুনুর রশীদ

  • Apr 05, 2025

Share With

প্রশাসনের প্রতি ইঙ্গিত করে হারুনুর রশীদ আরো বলেন-হাজার হাজার কোটি টাকা ব্যয় করে চাঁপাইনবাবগঞ্জবাসীকে পদ্মার ভাঙন থেকে রক্ষা করতে বাঁধ নির্মাণ করে দিয়েছিলাম। অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের ফলে সেই বাঁধ আজ হুমকির মুখে পড়েছে। আগামী সপ্তাহের মধ্যে অবৈধ মাটি ও বালু উত্তোলন বন্ধ করা না হলে প্রশাসন ঘেরাও করা হবে।

তিনি বলেন- দেশের এই পরিবর্তীত সময়ে আমরা কী বলতে পারবো অফিসে ঘুষ দুর্নীতি বন্ধ হয়েছে? জনগণের মধ্যে আপনাদের নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বিএনপির এই নেতা চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের রাজনীতির কড়া সমালোচনা করেন।

নির্বাচন ও সংস্কারের রোড ম্যাপ চাই” এই ¯েøাগানকে সামনে রেখে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবেক এমপি সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া।

জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা কৃষকদলের আহŸায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি, পৌর বিএনপির সাবেক সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ময়েজ উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক, বিএনপি নেতা আকম শাহেদুল আলম বিশ্বাস পলাশ, জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি মীম ফজলে আজিম। এসময় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।