• Friday, January 24, 2025

শেষ হলো ৩ দিন ব্যাপি চাঁপাইনবাবগঞ্জ জেলা ইজতেমা

  • Jun 15, 2019

Share With

শেষ হলো ৩ দিন ব্যাপি চাঁপাইনবাবগঞ্জ জেলা ইজতেমা। আখেরী মোনাজাতের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ মার্কাজ মসজিদ চত্তরের আমবাগানে ইজতেমাটি শেষ হয়।  শনিবার সকাল সাড়ে ১১টা থেকে আধাঘন্টা ব্যাপি মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুফতি আব্দুল্লাহ মুনসুর ।

আখেরি মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি , হেদায়েত, হেফাজত, রহমত, মাগফিরাত, নাজাত, দেশ ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করা হয়।

এদিকে ইজতেমা চলাকালে ফায়ারসার্ভিস বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। ৩ দিন ২৪ ঘন্টা ইজতেমা ময়দানে ছিল পুলিশের কন্ট্রোল রুম।

উল্লেখ্য,  বৃহষ্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মতো ৩ দিন ব্যাপি জেলা ইজতেমা শুরু হয়।