• Friday, January 24, 2025

সংরক্ষিত আসনে এমপি হলেন চাঁপাইনবাবগঞ্জের ফেরদৌসী ইসলাম জেসি

  • Feb 09, 2019

Share With

চাঁপাইনবাবগঞ্জ থেকে সংরক্ষিত নারী আসনের এমপি হলেন ফেরদৌসী ইসলাম জেসি।

ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য, বর্ষিয়ান রাজনীতিক, চাঁপাইনবাবগঞ্জের কৃতিসন্তান প্রয়াত আ.আ.ম মেসবাহুল হক বাচ্চু ডাক্তারের সুযোগ্য কন্যা ফেরদৌসী ইসলাম জেসি পারিবারিকভাবেই আওয়ামী রাজনীতির সাথে জড়িত। রাজনীতির হাতেখড়ি বাবার হাত ধরেই।

ফেরদৌসী ইসলাম জেসি ১৯৮১ সালে এসএসসি ও ১৯৮৩ সালে এইচএসসি পাস করে ১৯৮৪-১৯৮৫ সালে নবাবগঞ্জ সরকারি কলেজে বিএসসি পড়াশোনা করাকালীন বাংলাদেশ ছাত্রলীগের সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, শুক্রবার গণভবনে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪১ জন সংসদ সদস্যের নাম ঘোষণা করে বাংলাদেশ আওয়ামী লীগ।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভা শেষে নাম ঘোষণা করা হয়। শুক্রবার রাত সোয়া ১০টার দিকে গণভবন থেকে সংরক্ষিত নারী সংসদ সদস্যদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।